Home » মেহেরপুর জেলা বিচার বিভাগীয় কর্মচারী এ্যসোসিয়েশন শাখার উদ্যোগে কর্মবিরতি পালন

মেহেরপুর জেলা বিচার বিভাগীয় কর্মচারী এ্যসোসিয়েশন শাখার উদ্যোগে কর্মবিরতি পালন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
19 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
০৫/০৫/২৫
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীএ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করেন। সোমবার (৫ই মে) সকাল সাড়ে নয়টার সময় বিচার বিভাগীয় কর্মচারী এ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত মেহেরপুর জেলা জজ ও দায়রা জজ আদালতের সামনে কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ও চীফ জুডিশিয়াল স্টেনো গ্রাফার কর্মচারী শেখ মোহাম্মদ আহসানুল হকের নেতৃত্বে কর্মী বিরতি কর্মসূচি পালন করেন।কর্ম বিরতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মচারী এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাকির হোসেন, সফিকুল ইসলাম প্রধান তুলনা কারক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, অফিস সহায়ক বেদেনা বাবলী, প্রধান তুলনা সহকারী আমিনুল ইসলাম এবং আব্দুল মুত্তালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী বিরতি অনুষ্ঠানে
বক্তারা বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর ‘মাসদার হোসেন’ মামলার রায়ের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলেও আজও বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা হয়নি। ফলে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।
তাদের অভিযোগ, শুধুমাত্র বিচারকদের জন্য পৃথক পে-স্কেল, বিচারিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হলেও সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের সেই সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এছাড়াও, পদোন্নতির সুযোগ সীমিত হওয়ায় অনেকেই দীর্ঘদিন একই পদে থেকে অবসরে যেতে বাধ্য হচ্ছেন।

তারা আরও জানান, বর্তমানে জেলা ও দায়রা জজ (১ম গ্রেড) জেলা পর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদার বিচারিক কর্মকর্তা হলেও অধস্তন কর্মচারীদের বেশিরভাগই ১৩ থেকে ২০তম গ্রেডে চাকুরি করছেন। অন্য দপ্তরের তুলনায় তাদের পদোন্নতির সুযোগ কম এবং ব্লক পদের সংখ্যা বেশি হওয়ায় কর্মজীবনে উন্নতির সুযোগ মেলেনা।
অবিলম্বে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা, সমান সুযোগ-সুবিধা প্রদান এবং ন্যায্য পে-স্কেল নিশ্চিতকরণসহ একাধিক দাবি উত্থাপন করেছে বিচার বিভাগীয় কর্মচারীবৃন্দ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন