মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-
বাস্তব জীবনের জটিল সমীকরণ
-টি এম মনোয়ার হোসেন, পঞ্চগড়।
ভালবাসার অর্থ না বুঝেই তুমি
আমার পথে থেকে হারিয়ে গেলে
কিন্তু…. ভালবাসা কী
তা বুঝতে না বুঝতেই তোমায় হারাতে হলো
চিরদিনের জন্য, চিরতরের জন্য।
তোমার আমার পথ হলো বলেই তো
কেউ কারো পথে আর হাঁটি না
অনুসরণ করি না আর কেউ কারো পথ
জীবন হয়ে উঠল একটা
ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ এর মত।
সংসার নামক এ জটিল সমীকরণ
তোমায় আটকে দিয়েছে, এনে দিয়েছে
স্থিতিশীলতা আর স্থবিরতা ;
এদিকে, আমি..
একাকিত্বের সরল সমীকরণ নিয়ে ব্যস্ত আজও।
তুমি ফেরবে কী না- এ সমীকরণের সমাধান
মেলানোর চেষ্টা করেও ব্যর্থ বারংবার
তোমারটা তো আরও জটিল থেকে জটিলতর
একেবারে ত্রিমাত্রিক সমীকরণ-
হিসেব মেলানো যত সহজ মনে করেছিলে তুমি
তা কিন্তু নয়, সম্পূর্ণ উল্টো, তাই না?
বাস্তব জীবনের অত জটিলতা
আর.. কঠিন প্যাঁচ বুঝিনি বলেই তো
তোমায় পাওয়া হয়নি আপন করে
অধীন চলকের মান এর মতই ছিল
তোমার মন, ভালবাসা আর প্রেম।
প্রতিস্থাপন, অপনয়ন আর নির্ণায়ক এর
নিয়ম প্রয়োগ করেও মেলেনি কাঙ্খিত সমাধান
স্বাধীন চলক, অধীন চলক দু’টোই শূন্য
এ ব্যর্থতা আজ আমায় কন্টকীর্ণ এক
পথের বাঁকে এনে দাঁড় করিয়েছে ;
পিছনে ফেরা আর হবে না হয়তো
হবেও না সমাধান বাস্তব জীবনের
জটিল সমীকরণের।
-মিঠাপুকুর, পঞ্চগড়
০৭-১২-২০২২