মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-
বাসনা বিনাশ
-মল্লিকা রহমান লিপি, ঢাকা।
সৌন্দর্যের প্রতীক তুমি সুভাসিত
ফুল ও কলি
আমি তার পাশে থাকা গন্ধবিহীন
সবুজপাতা গুলি।
তুমি ফাগুনে আগুন দিনের
বসন্ত বাহার
আমি ফেরারি কোকিলের কুহু কুহু
গানে ফিরে আসি বারবার।
তুমি নদী আমি ঢেউ
সারাজীবন ভেসে বেড়ায়
খুঁজে পায়না কভু কুলের ঠিকানা।
তুমি আছো নদীর চরে সাদা কাশফুল
আমি তার ওপারের শুধুই ভাঙ্গা কুল।
তুমি বাতায়ন আমি দক্ষিনা হাওয়া
নিশিতে নিরবে শুধুই বয়ে যাওয়া।
তুমি ধুপ আমি তার ধোয়া রাশি,
অস্তিত্ব বিহীন হয় যখন বাশি।
তুমি আছো পড়ন্ত বিকালের
শান্তির ছায়া
মৃদু হাওয়া প্রশান্ত মন,
আমি তার দুরান্ত দুপুরের
ক্লান্ত পথিকের
পিপাসায় কাতর অনন্য মহিন।।
তুমি আকাশ আমি মেঘ
তুমি চন্দ্র আমি সূর্য
জ্বলে-পুড়ে নিঃস্ব হলাম
সুখের ঠিকানা তবু না পেলাম।
আমি কাঠ তুমি আগুন
তুমি চুলা, আমি কয়লা,
পুড়ে পুড়ে ছাই হলাম
পোড়াও যখন তখন।
-মল্লিকা রহমান লিপি, ঢাকা।