
ঢাকায় থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি
১৯/০৯/২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরোয়ারদী উদ্যানে জাতীয় সম্মেলন শুরু হয়ে গেছে। আজ সকাল দশটার সময় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দশটায় থেকে একটানা একটা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ইসলামী সংগীত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা এবং বিপ্লবের সংগীত নিয়ে মঞ্চে থাকবে বাংলাদেশ প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী গন। অনুষ্ঠান নামাজের বিরতি দিয়ে যথাযথ দুইটার সময় জাতীয় নেতৃবৃন্দও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত থাকবেন। সারা দেশ থেকে প্রায় ১৫ লক্ষ থেকে ২০ লক্ষ জাতীয় সম্মেলনে জামায়াতের নেতাকর্মীরাও সাধারণ মানুষ এই সম্মেলনে যোগদান করবেন বলে আয়োজক কমিটি সাংবাদিকদের জানিয়েছেন। মেহেরপুর জেলায় থেকে প্রায় ৫২ টি পরিবহন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাকবীরে তাকবীরে এলাকায় মুখরিত করেছেন নেতাকর্মীরা ।