
নিজস্ব সংবাদদাতা
০৬/০৮/২৫
A+ সংবর্ধনা
রেজিস্ট্রেশন চলছে…রেজিস্ট্রেশন চলছে!
রেজিষ্ট্রেশন এর শেষ সময় ১০ই আগস্ট পর্যন্ত ।
🗓️ তারিখ: মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫
🕔 সময়: সকাল ৯:০০টা
📌 স্থান: জেলা কমিউনিটি সেন্টার, মেহেরপুর ।
২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেহেরপুর জেলা শাখার
আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।
🎉 এই অনন্য আয়োজন কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার প্রতীক—
যেখানে গৌরবময় ফলাফলের স্বীকৃতি পাবে আগামী দিনের তারকারা।
✅ অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন:
মেহেরপুর জেলা সহ জেলায় অবস্থানরত অন্য জেলার সকল A+ প্রাপ্ত শিক্ষার্থীগণ।
🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/rcmKvdebeii8K1yX7
📅 রেজিস্ট্রেশন চলবে: ১০ই আগস্ট ২০২৫ পর্যন্ত।
📞 যোগাযোগ: 01323-763859
📌 বিশেষ দ্রষ্টব্য:
A+ সংবর্ধনা সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, মেহেরপুর জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেইজ ফলো করুন ।
https://www.facebook.com/share/16evxWoz2d/
🎓 সাফল্যের এই আনন্দঘন মুহূর্তকে আরও গৌরবান্বিত করে তুলুন আপনার উপস্থিতিতে।