Home » বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেহেরপুর জেলা শাখার আয়োজনে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেহেরপুর জেলা শাখার আয়োজনে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
163 ভিউস

নিজস্ব সংবাদদাতা
০৬/০৮/২৫
A+ সংবর্ধনা
রেজিস্ট্রেশন চলছে…রেজিস্ট্রেশন চলছে!
রেজিষ্ট্রেশন এর শেষ সময় ১০ই আগস্ট পর্যন্ত ।

🗓️ তারিখ: মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫
🕔 সময়: সকাল ৯:০০টা
📌 স্থান: জেলা কমিউনিটি সেন্টার, মেহেরপুর ।

২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেহেরপুর জেলা শাখার
আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।

🎉 এই অনন্য আয়োজন কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার প্রতীক—
যেখানে গৌরবময় ফলাফলের স্বীকৃতি পাবে আগামী দিনের তারকারা।

✅ অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন:
মেহেরপুর জেলা সহ জেলায় অবস্থানরত অন্য জেলার সকল A+ প্রাপ্ত শিক্ষার্থীগণ।

🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/rcmKvdebeii8K1yX7

📅 রেজিস্ট্রেশন চলবে: ১০ই আগস্ট ২০২৫ পর্যন্ত।

📞 যোগাযোগ: 01323-763859

📌 বিশেষ দ্রষ্টব্য:
A+ সংবর্ধনা সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, মেহেরপুর জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেইজ ফলো করুন ।
https://www.facebook.com/share/16evxWoz2d/

🎓 সাফল্যের এই আনন্দঘন মুহূর্তকে আরও গৌরবান্বিত করে তুলুন আপনার উপস্থিতিতে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন