
মেহেরপুর সংবাদদাতা
২৯/১০/২৫
মেহেরপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে উপ শাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ শে অক্টোবর) রাত সাড়ে ৯ টার সময় দাওয়াতি ট্রাস্ট জামে মসজিদে সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখার সভাপতি
মোঃ আব্দুস সালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মেহেরপুর – মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য জামায়াতে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, কেন্দ্র ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা ও ব্যবসায়িক সম্পাদক গোলাম জাকারিয়া , কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মেহেরপুর পৌর আমীর ও সাবেক জেলা সভাপতি সোহেল রানা (ডলার), অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমান। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি বলেন ইসলামী ছাত্রশিবির দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। সৎ এবং খোদাভিরু নেতৃত্ব গড়ার জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবির ছাত্রদের মাঝে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য নিজস্ব পাঠ্য বই এবং দেশের গড়ার কাজে প্রশিক্ষণ দিয়ে থাকে। ছাত্রশিবির সকল ছাত্রদের মাঝে দাওয়াতি কাজ করে থাকেন, শিবির হাতছানি দিয়ে ডাকছে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র গঠন পর্যন্ত এক একটি ছাত্র যেন নেতৃত্ব দিতে পারে সেই হিসাবে ছাত্রদের গড়ে তোলার কাজ করছে ছাত্রশিবির। জুলাইয়ের বিপ্লবে ইসলামী ছাত্রশিবিরের সর্বোচ্চ অগ্র ভূমিকা পালন করেছে যা দেশ এবং বিশ্ববাসী দেখেছে। স্বৈরাচার সরকার পালিয়েছে কিন্তু এখনো বসে আছে তাদের দোসরা। ইসলামী ছাত্রশিবির মোকাবেলা করতে হচ্ছে তাদের ।

