Home » দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরিম

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরিম

কর্তৃক Md. Sohel Rana
666 ভিউস
  • দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরিম
  • বিশ্বের ৭০জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন 

মেহেরপুর চিত্র ডেস্ক: ২৬তম দুবাই আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। মঙ্গলবার(৪এপ্রিল-২৩) দুবাইয়ের এক্সপো প্রাঙ্গণে তার হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম। উপস্থিত ছিলেন কুরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব।

প্রতিযোগিতায় বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে ১৪ বছর বয়সী তাকরিম। সালেহ আহমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক, মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র।

এদিকে সালেহ আহমদ তাকরিমের বিজয়ে প্রবাসীরা উচ্ছ্বসিত। কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণার অনুষ্ঠানস্থলে আসা এমদাদুল ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। হাফেজ তাকরিম দুবাইয়ে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা সম্মান সমুন্নত রেখেছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন