আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এখন দুবাইয়ে অবস্থান করছে। সেখানে অনুশীলনের পাশাপাশি আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ সেপ্টেম্বর। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে এই প্রস্তুতি ক্যাম্প নিয়ে উচ্ছাসিত দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ।
শ্রীলঙ্কার সাবেক এই স্পিন গ্রেট বিসিবির পাঠানো ভিডিওবার্তায় বলেছেন, ‘সত্যিকার অর্থে এখানে সুযোগ-সুবিধা অন্যতম সেরা। এশিয়া কাপে আমরা যে সুবিধাগুলো পেয়েছিলাম, এখানেও তাই পাচ্ছি। আমি বিশ্বাস করি, বিশ্বকাপের আগে আমাদের জন্য এটাই সেরা প্রস্তুতি। যে দুটি ম্যাচ হওয়ার কথা আছে, আমার বিশ্বাস ছেলেরা সেই সুযোগটা নেবে। দুর্ভাগ্যবশতঃ সাকিব খেলবে না। তবে এই সুযোগে বাকিরা ভালো ক্রিকেট খেলবে বলে আশা করি। ‘
বাংলাদেশ টি-টোয়েন্টিতে দুর্বল দল। প্রতিপক্ষ আরব আমিরাতের হারানোর কিছু নেই। তাই সিরিজটি ভালো হবে বলে মনে করছেন হেরাথ, ‘আরব আমিরাতও এই সময়ে ভালো ক্রিকেট খেলছে। আশা করি দারুণ একটা সিরিজ হতে যাচ্ছে। সেইসঙ্গে বিশ্বকাপে ভালো করার জন্য দারুণ প্রস্তুতিও হবে। বিশ্বকাপ সামনে রেখে এই ক্যাম্পে আমাদের সঠিক অনুশীলনের প্রয়োজন ছিল। একটা দল হিসেবে ট্রেনিং ক্যাম্পে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, ছেলেরা খুব ভালোভাবে নিজেদের ঝালিয়ে নিতে পারবে। ‘