মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাপ্তাহিক সাহিত্য পাতা-
দুঃখ কী আর রবে
-টি এম মনোয়ার হোসেন, পঞ্চগড়।
কে বলে মা, গরীব আমি
হাত,পা তো ঠিক আছে
বিদ্যে শিখে বড় হবো
ভিটে- বাড়ি বেচে!
দাও না মা, সাজিয়ে মোরে
যা আছে এ ঘরে
পাঠশালা যে ডাকছে যেতে
বই ক’খানা ধরে।
খাবার নেই তো তাতে কী
বইটা তো ফের আছে
ক্ষিধের কথা ভুলে গিয়ে
ঘুরবো গুরুর পিছে।
ছেলের কথায় চোখ মুছে মা
জামা পড়ায় গায়ে
চার বোতামের মাত্র দু’টো
জুতোও নেই ফের পায়ে।
প্যান্টটা পরতেই চোখে পড়ে
পিছনে একটু ফুটো
দাও তো এটাই হবে
মাত্র তো দিন দু’টো!
লম্বা জামায় ঢেকে দিলে
হবে কী মা, দেখো?
বিদ্বান হলে এসব ফুটো
মনেই রবে না কো।
কোমরটাও যে ভিষণ চিক্কন
তাই প্যান্টটা রাখে ধরে
প্যান্টের হুকটা কবে যে কোথায়
গেছে আবার পড়ে!
দড়ি দিয়ে শক্ত করে
বেঁধে দেয় মা কোমর
সবই হলো ; আর প্রয়োজন
মায়ের একটা চুমোর।
মাকে ধরে বললো শেষে,
মানুষ হতে হবে
বিদ্যে শিখে বড় হলে
দুঃখ কী আর রবে?
মেধা আমার আছে, মাগো
নষ্ট করো না কো
কষ্ট করে রাতটা না হয়
আমার জন্য জাগো!
লেখকঃ টি এম মনোয়ার হোসেন, পঞ্চগড়।
শিক্ষক, সংগঠক, কবি ও গীতিকার।