তাহিরপুরে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর-২২) সকাল ৬টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, থানা পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে।
সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, শরীরচর্চা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে খেলাধুলা শেষে সকাল ১০টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, থানা অফিসার ইনচার্জ, সৈয়দ ইফতেখার হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুস সাহিদ প্রমূখ।
অপরদিকে সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ব্যানারে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কর, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি সদস্য জয় রায়,উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি আলম জিলানি সোহেল, যুবলীগ নেতা শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা ছাত্রলীগসহ সভাপতি ইয়াসির আরাফাত অপু, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমূখ।