সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং অন এন্টিসিপেটরি একসন ইন হাওর রিজিয়ন অফ বাংলাদেশ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা (৩০ই মার্চ) বুধবার সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচারাল অফিসার আবু মাসুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান,উপজেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান,সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ,মেডিকেল অফিসার ডা.ফাহাদ,বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন,শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ প্রমূখ উপস্থিত ছিলেন।