Home » তবুও সূর্য ওঠে -মুরাদ হোসেন

তবুও সূর্য ওঠে -মুরাদ হোসেন

কর্তৃক Md. Sohel Rana
595 ভিউস
  • মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

তবুও সূর্য ওঠে
-মুরাদ হোসেন, মেহেরপুর।

তবুও শরতের স্নিগ্ধ সকাল,
সন্ধ্যায় সাতরঙ মেঘের মেলা
চোখের চর ছাড়িয়ে বুকের গভীরে-
অথচ দেখো, আজ আশ্বিনের শেষ।

কার্তিকের কুয়াশায় কাল থেকে
ধোঁয়াশা ধুসর পৃথিবীর পথ-
ঘুঘুদের বিলাপ থামবে না তখনও,
যদিও ধানের ছড়ায় সোনালী বাঁক-

যাদু জ্যোস্না অদ্ভুত চোখে মেখে
প্যাঁচার পাখায় ঝরে দুঃখি রহস্য-
পথের পাশের মাঠে হলদেটে ঘাসে
আঠারোর আধুনিক মৃত্যুগামি বৃদ্ধ-
নেশা- ঘোলা চোখ তার মুঠোফোনে,
নগ্ন শরীরের তীব্র তুফান দেখে
তারপর মিইয়ে পড়ে পড়ন্ত বেলায়!

সব পুরাতন ঝরে নতুন ছুঁয়ে,
প্রকৃতির অমোঘ এ নিয়ম অসহায় চোখে দেখে
মানুষের আধুনিক বিপন্ন প্রজন্ম-
তবুও সকালে সূর্য ওঠে কুয়াশা ফুড়ে
হেমন্ত- শীতের পরে বসন্তের খোঁজে।
১৭/১০/২০২২

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন