মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাপ্তাহিক সাহিত্য পাতা-
জোর যদি হয় পুঁজি!
-মুহম্মদ মহসীন, মেহেরপুর।
জোর যদি হয় পুঁজি-
ভয় করবে লোকে
জয় আনবে বোকে
ছয় কে তুমি নয় করবে
হই করবে চোখে।
জোর যদি হয় পুঁজি-
বলবে তুমি যেটা
শুনবে লোকে সেটা
পশুর মত গুতিয়ে সব
কাড়বে এটা ওটা।
জোর যদি হয় পুঁজি-
দল থাকবে হাতে
বল থাকবে তাতে
ব্যাংক টাকা সুখ চাকা
পাবেই হাতে নাতে।
লেখকঃ মুহম্মদ মহসীন, মেহেরপুর। সাংবাদিক ও ছড়াকার।