Home » চুয়াডাঙ্গা আলমডাঙ্গা কুলপালায় সড়ক দুর্ঘটনায় খাদ্য কর্মকর্তা দুজন নিহত

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা কুলপালায় সড়ক দুর্ঘটনায় খাদ্য কর্মকর্তা দুজন নিহত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
613 ভিউস

মেহেরপুর চিত্র
৩০/০৭/২৩

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা কুলপালায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হইয়াছে। এলাকার সূত্রে জানা যায় আজ সন্ধ্যা ৭ টার সময় চুয়াডাঙ্গা – আলমডাঙ্গা কুলপালায় নামক স্থানে মোটরসাইকেলের তৈল ফুরিয়ে গেলে দুজন কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে হাঁটতে শুরু করলে পেছন থেকে প্রাইভেট কারে সজোরে ধাক্কা মারলে দুজনাই স্পটে মৃত্যুবরণ করেন। জানা যায় নজরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি মেহেরপুর সদর উপজেলা আমঝুপির মৃত ইউনুছ শেখ ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আশে । সাইদুর রহমান চুয়াডাঙ্গা সরকারি উপ পরিদর্শক ছিলেন। তিনি মেহেরপুর সদর উপজেলা গোভিপুর গ্রামের আনসার আলী ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । মেহেরপুর সদর উপজেলায় দুই কর্মকর্তার অকাল মৃত্যুতে, পরিবার, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী বন্ধুরা গভীরভাবে মর্মাহত ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন