Home » একুশে বইমেলা খুলনায় মোমেনশাহী দর্পণের কবিতা আবৃত্তি আলোচনা সভা

একুশে বইমেলা খুলনায় মোমেনশাহী দর্পণের কবিতা আবৃত্তি আলোচনা সভা

কর্তৃক Md. Sohel Rana
140 ভিউস

একুশে বইমেলা খুলনায় মোমেনশাহী দর্পণের কবিতা আবৃত্তি আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: খুলনা বইমেলায় মোমেনশাহী দর্পণের পরিবেশনায় কবিতা আবৃত্তি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রবিবার(১৬ফেব্রুয়ারি-২৫) বিকেল ৫টায় একুশে বইমেলা খুলনার ১৬তম দিনে নন্দিত ও মানবিক সংগঠন মোমেনশাহী দর্পণের পরিবেশনায় এক অনবদ্য জীবনমুখী কবিতা আবৃত্তি অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখছেন সম্পাদক ও প্রকাশক  জুবায়েদ হোসেন

মানবতার ফেরিওয়ালা খ্যাত “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কবি, সংগঠক মোঃ জুবায়েদ হোসেনের সভাপতিত্বে এই স্মরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে বইমেলা খুলনার অন্যতম সফল সংগঠক, বেতার ব্যক্তিত্ব ও সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।

খুলনা সাহিত্য একাডেমির সফল সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলামের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, আর্টিস্ট ক্লাব খুলনার সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিরুল ইসলাম জাকি, নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আধুনিক কবি ও সংগঠক কে, এম সেলিম,  কবি ও ছড়াকার আসাদুজ্জামান রানা, কবি ও কন্ঠশিল্পী শাহানা বেগম, গণগ্রন্থাগার ও সমাজকল্যাণ সংস্থার  সাধারণ সম্পাদক রফিকুল হাসান মুন্না, নাগরিক নেতা শামীম, সাংস্কৃতিক কর্মী আরমান অপু, সাহিত্য কর্মী অপু প্রমুখ। শত শত দর্শক, শ্রোতার আন্তরিক উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনাসভাতে একুশের বইমেলা খুলনার প্রাঙ্গন ছিল মুখরিত।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন