শুক্রবারের সাহিত্য পাতা
আসল রাস্তা
– আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
(স্বরবৃত্ত)
কেউরে কিছু বলিনা,
পাগল মনটারে কই,
অবুঝ কেনো বুঝেনা।
ভালো হতে পারিসনা?
জানিসনে ঠিক হওয়া,
তেমন কোনো ব্যাপার না।
এসব পাগলামি ছাড়ো,
সরল দেশে চলো,
সোজা রাস্তাটা ধরো।
আগুনে তুই ঝাপ দিসনা,
এ বড় ভয়ঙ্কর,
ফড়িং পুরে মরিসনা।
মরার আগে একবার মর,
কেউইতো আপন নাই,
সবাই তোর হবে যে পর।
সাড়ে তিনহাত মাটির ঘর,
পরে আর সুযোগ নাই,
থাকতে তুই কামাই কর।
ওপারেও তোর কেউ নাই,
কেউ আসবেনা কাজে,
যত বন্ধু,বান্ধব ভাই।
সুতরাং এসব ছাড়ো,
কিছু রক্ষা পাবে,
আসল রাস্তাটা ধরো।
– আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
কবি ও গীতিকার- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।