আমঝুপি বাজারে জামায়াতে ইসলামীর অফিসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বাজারে জামায়াতে ইসলামীর অফিসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৯ডিসেম্বর-২৪) বিকাল সাড়ে ৪টায় আমঝুপি আকবর আলি টাওয়ারে জামায়াতের নিজস্ব হলরুমে এই আলোচনা সভার সভাপতিত্ব করেন, মহাসিন আলী আমীর আমঝুপি ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, সিরাজুল ইসলাম, মো: জারজিস হোসাইন, মাওলানা সোহেল রানা আমীর সদর উপজেলা মেহেরপুর, মাস্টার জাব্বারুল ইসলাম সেক্রেটারি সদর উপজেলা মেহেরপুর, আমঝুপি ইউনিয়নের সাবেক আমীর আলমগীর হোসেন (তানসেন) প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেস, রফিকুল ইসলাম(মুক্ত) এ সময় জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাদ মাগরিবের পরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।