
মেহেরপুর চিত্র
১৮/]০২/২৫
আমঝুপিতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ১ জন কে আটক করেছেন পুলিশ। এলাকা সূত্রে জানা যায় আমঝুপি পশ্চিমপাড়া সদর আলী ছেলে লাটিম মিয়া বাড়িতে মেহেরপুর সদর থানার এস আই নাহিরুল নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন । এ সময় তার কাছ থেকে ২ গ্রাম হিরোইন , ১০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য উদ্ধার করেছেন বলে জানান পুলিস। তাকে এখন থানা হেফাজতে রাখা হয়েছে।