
মেহেরপুর চিত্র
১৪/০২/২৫
আজ ১ পহেলা ফাল্গুন ১৪৩১ বাংলা, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ সাল ইংরেজি ভালোবাসা দিবস , ১৪ই সাবান ১৪৪৬ আরবি শুক্রবার আজ শবেবরাত মুসলমানদের মহিমান্বিত রাত, এই রাতে মমিন, মমিনেরা এবং ধর্ম প্রিয় মুসলমানদের ইবাদতের রাত। এই রাতে আল্লাহ তায়ালার কাছে চাওয়া এবং পাওয়া রাত বলা হয়। এই রাত্রিকে মুসলমানদের ইবাদতের রাত বলা হয়। আসন অমুসলিম বাম এবং রামদের অপসংস্কৃতিক ছেড়ে দিয়ে আল্লাহর নৈকট আদায়ের জন্য কাজ করতে হবে। বিশ্ব আম্মা ও মানবতার কল্যাণে সমাজ এবং রাষ্ট্রকে গঠন করার চেষ্টা চালিয়ে যেতে হবে।