Home » আজ একুশে ফেব্রুয়ারি, মেহেরপুর চিত্র পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

আজ একুশে ফেব্রুয়ারি, মেহেরপুর চিত্র পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
126 ভিউস

আজ অমর একুশে ফেব্রুয়ারি গভীরভাবে স্মরণ করছেন মেহেরপুর চিত্র পরিবার।
বাংলার দামাল ছেলেদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা মায়ের ভাষা ফেরত পেয়েছি। আগামী দিনের দেশ গঠনের জন্য দামাল ছেলেদের এবং তারুণ্যের প্রয়োজন। এটা আমাদের অহংকার।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন