মেহেরপুর চিত্র
০৯/০৩/২৪
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু (৭০) ইন্তেকাল করাই এলাকায় শোক ছায়া নেমে এসেছে ( ইন্না——– রাজিউন) । পারিবারিক সূত্রে জানা যায় গতরাত ১১ সময় ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই খবর এলাকায় পৌঁছালে গত রাত্রে থেকে আমঝুপিতে তার নিজ বাসভবনে আত্মীয়-স্বজন ও এলাকার সাধারণ মানুষরা ভিড় জমাতে থাকেন।তিনি মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন । মো: বোরহানউদ্দিন আহমেদ (চুন্নু) স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন । জানাজার নামাজ পরে,জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।