
শোক সংবাদ –
মেহেরপুর আমঝুপির সমাজসেবক জনাব জহিরুল ইসলামের স্ত্রী, ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান মুকুল মাতা৷ নিজ বাড়িতে ইন্তেকাল করেছে (,’ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহমার জানাজার নামাজ আজ বাদ জোহর আমঝুপি ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পরিবারের পক্ষ থেকে আমঝুপি তথা মেহেরপুর বাঁশিকে জানা যায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন।