Home » মেহেরপুর বারাদী মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মেহেরপুর বারাদী মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
750 ভিউস

মেহেরপুর চিত্র
১৬/০৭/২৩

মেহেরপুর সদর উপজেলা বারাদী মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ক্লাস চলাকালীন সময়ে “মে/২৩”প্রতিদিন উপস্থিত থাকার ছাত্রীদের মাঝে পুরস্কৃত বিতরণ করা হয়। আজ সকাল ১১ টার সময় ক্লাস চলাকালীন পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব জাব্বারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীগন, অভিভাবক -ছাত্রীগণ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম বলেন ছাত্রীদের মাঝে ক্লাসে উপস্থিতি ও লেখাপড়ার প্রতিযোগিতা না থাকলে ভালো রেজাল্ট করা অসম্ভব। এইজন্য মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর শিক্ষকগণ প্রত্যেকটা ক্লাসে উপস্থিতি ও লেখাপড়ার মূল্যায়ন করে প্রতিযোগি ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এত করে ছাত্রীদের মাঝে প্রতিযোগিতা ও উৎসাহিত বোধ করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন