Home » মেহেরপুর জেলা জমায়েতের উদ্যোগে জুলাই জাতীয় সনদ ৫ দফার দাবিতে বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেহেরপুর জেলা জমায়েতের উদ্যোগে জুলাই জাতীয় সনদ ৫ দফার দাবিতে বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
139 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
২৬/০৯/২৫
মেহেরপুর জেলা জমায়েতের উদ্যোগে জুলাইয়ের জাতীয় সনদ ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকাল সাড়ে ৪ টার সময় মেহেরপুর কলেজ মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি কাথলি বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর- মুজিবনগর ১ আসনের জামায়েতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান। নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল , পৌর আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ আব্দুস সালাম,মেহেরপুর কানেন উপদেষ্টা জাকারুল ইসলাম
সহ মেহেরপুর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান মিছিলের পূর্বের বক্তব্যে বলেন জুলাইয়ের জাতীয় সনদ ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দাবির জানান সরকারের কাছে ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন