Home » মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়ন মহাজনপুর গ্রামে জামায়াতের নির্বাচনে গণসংযোগ

মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়ন মহাজনপুর গ্রামে জামায়াতের নির্বাচনে গণসংযোগ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
59 ভিউস

মুজিবনগর সংবাদদাতা
০৭/১০/২৫
মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়ন মহাজনপুর গ্রামে জামায়াতের নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের নির্বাচনে জনসংযোগে নেতৃত্ব দেন মুজিবনগর মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খানজাহান আলী, উপজেলা সেক্রেটারি জননেতা খাইরুল বাশার, উপজেলা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর, শ্রমিক কল্যান ফেডারেশনের মুজিবনগর উপজেলা সভাপতি জনাব ফজলুল হক গাজী, উপজেলা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর সহ মহজমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ জামায়াতের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন । সময় প্রধান আলোচক মাওলানা তাজউদ্দিন খান বলেন ১৫টি বছর মানুষ দুঃসময় দিন পার করেছে। মনের কথা অন্য কাউকে বলতে পারেনি এজন্যন সাধারণ মানুষ। আওয়ামী লীগে মনে করেছিল বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র হিসেবে তারা ব্যবহার করবে কিন্তু বাংলাদেশের মানুষ, ছাত্র-জনতার আন্দোলনে মাধ্যমে স্বৈরাচার এই সরকারকে পতন ঘটিয়েছে। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের কেউ মনে রাখতে হবে অত্যাচার নিপীড়ন করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। পি, আর, পদ্ধতিতে নির্বাচন করলে সকল দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন হবে। সেই হিসাবে কোন দল বা গোষ্ঠী এককভাবে স্বৈরাচার হয়ে উঠবে না।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন