Home » বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট এর কার্যনির্বাহী কমিটি ভোটের ফল প্রকাশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট এর কার্যনির্বাহী কমিটি ভোটের ফল প্রকাশ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
88 ভিউস

নিজস্ব সংবাদদাতা
১৩/১১/২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট এর কার্যনির্বাহী কমিটি ভোট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ নভেম্বর) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। আল-আমিন ও এডভোকেট বিজন প্যানেল ভূমিধস বিজয় হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট এর কার্যনির্বাহী কমিটি ২০২৫ নির্বাচনের ভোটার সংখ্যা ছিল ৫২৭ জন। এর মধ্যে ৩৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন।

রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট এর কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. এ.কে.এম নজরুল কবীর, অধ্যক্ষ, মেহেরপুর সরকারি কলেজ। রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে যারা বিজয়ী হলেন-
ভাইস চেয়ারম্যান – মোঃ আল আমিন ইসলাম (বকুল) তিনি ভোট পেয়েছেন (২৩৬), সেক্রেটারী- অ্যাডভোকেট মারুফ আহম্মদ বিজন (২৫৬), নির্বাহী সদস্য – মোঃ নূর রহমান (২২১), এ.কে.এম আনারুল হক (কালু) (২৫৩), মাজাহারুল ইসলাম (২০৯), মোঃ নজরুল ইসলাম (১৭৭), মোঃ সোহেল রানা (১৯৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর স্বেচ্ছাসেবক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব এই নির্বাচন এবং ফলাফল ঘোষণার পর বিজয়ীদের ধন্যবাদ জানিয়েছেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন