Home » জোর যদি হয় পুঁজি! -মুহম্মদ মহসীন

জোর যদি হয় পুঁজি! -মুহম্মদ মহসীন

কর্তৃক Md. Sohel Rana
755 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের  সাপ্তাহিক সাহিত্য পাতা-

জোর যদি হয় পুঁজি!
-মুহম্মদ মহসীন, মেহেরপুর।

জোর যদি হয় পুঁজি-
ভয় করবে লোকে
জয় আনবে বোকে
ছয় কে তুমি নয় করবে
হই করবে চোখে।

জোর যদি হয় পুঁজি-
বলবে তুমি যেটা
শুনবে লোকে সেটা
পশুর মত গুতিয়ে সব
কাড়বে এটা ওটা।

জোর যদি হয় পুঁজি-
দল থাকবে হাতে
বল থাকবে তাতে
ব্যাংক টাকা সুখ চাকা
পাবেই হাতে নাতে।

লেখকঃ মুহম্মদ মহসীন, মেহেরপুর। সাংবাদিক ও ছড়াকার।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন