Home » একলা অবেলা -নিলুফার ইয়াসমিন লিলি

একলা অবেলা -নিলুফার ইয়াসমিন লিলি

কর্তৃক Md. Sohel Rana
879 ভিউস
  • মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-

একলা অবেলা
-নিলুফার ইয়াসমিন লিলি, ময়মনসিংহ।

যখন একলা লাগে
চেয়ারে হেলান দিস
শক্ত হাতল হবো
সেখানে তুই কাঁধ রাখিস-!

যখন ভীষণ একলা লাগে
চোখ রাখিস শূন্য আকাশ পরে
দেখবি আমায় পরবে মনে
ঠিক কতোটা মন পুড়ে-!

দেখবি আমি আছি শুধু
তোর পুরোটা জুড়ে–
তুই যতই থাকিস দূরে
কিংবা অচিনপুরে-!

মেঘের মতো থেমে গিয়ে
কখনো তোর বৃষ্টি হবো
সুখ যদি না হতে পারি
আমি তোর দুঃখ ছোঁব-!

-নিলুফার ইয়াসমিন লিলি, ময়মনসিংহ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
1

রিলেটেড পোস্ট

মতামত দিন