নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক চায়ের রাজধানী পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
[caption id="attachment_4437" align="alignleft" width="300"] প্রধান অতিথির শুভেচ্ছা বিনিময়[/caption]
শুক্রবার সকাল ১০টায় (৩নভেম্বর-২৩) সিলেট থেকে প্রকাশিত "সাপ্তাহিক চায়ের রাজধানী" পত্রিকার ১২বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ বনফুল ফুড কর্ণারের ২য় তলায় মিট রাইচে সম্পাদক ও প্রকাশক সৈয়দ মিজানুর রহমান (প্রতিষ্ঠাতা, শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাব) এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আগত জাতীয় গণমাধ্যম কর্মীদের পাশাপাশি স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে প্রকাশিত "সাপ্তাহিক চায়ের রাজধানী"র অনুষ্ঠানে সময় ও দেশ নিউজ পোর্টালের এডিটর ফখরুল আবেদীন তানভীর প্রধান অতিথি হিসেবে প্রাণবন্ত ও গঠনমূলক বক্তব্য রাখেন, তিনি সৈয়দ মিজানুর রহমানের দক্ষ সম্পাদনায় সাপ্তাহিক চায়ের রাজধানীকে ১২বছর টিকেয়ে রেখে এতদঞ্চলের সংবাদপত্র সম্পাদনার অনন্য উদাহরণ তৈরি করেন বলে মন্তব্য করেন। এমনকি এই পত্রিকা যুগ যুগ বেঁচে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অভিমত প্রকাশ ও শুভেচ্ছা বিনিময় করেন যথাক্রমে মেহেদী হাসান চমন, সাব্বির আহমেদ অনিক (সিনিয়র রিপোর্টার, সময় ও দেশ নিউজ) মোঃ শুভ, মোঃ শিহাব প্রামানিক শিতল, শামিম, নাহিদ প্রমুখ