মেহেরপুর চিত্র
১২/০২/২৪
সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ  অবিলম্বে আটক দাবি।
আমঝুপিতে সড়ক দুর্ঘটনার নিউজ কভার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার   মেহেরপুরে দুই সাংবাদিক, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি পাভেল সহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে  সর্বোচ্চ শাস্তি প্রদানের  দাবি জানাচ্ছি।  এ বিষয়ে মেহেরপুর প্রেসক্লাব  সভাপতি  ফজলুল হক(মন্টু) সাধারণ সম্পাদক মাজিদুল হক (মানিক) সহ সাংবাদিকরা বলেন  এটা পরিকল্পিত হামলা  হামলাকারী যেই হোক না কেন , তাদেরকে ২৪ ঘন্টায়  মধ্যে আটক করতে হবে,  প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। যদি আটক না  হয়  তাহলে মেহেরপুরের সাংবাদিকরা নতুন কর্মসূচি দেবে।