- মেহেরপুর সাহিত্য পরিষদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
- মোমেনশাহী দর্পণ'র মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: মেহেরপুর সাহিত্য পরিষদের আয়োজনে পবিত্র মাহে রমজানে দোয়া ও ইফতার এবং খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা ১৩তম বর্ষের ১ম সংখ্যা সৃজনশীল সাহিত্য বিকাশে... "মোমেনশাহী দর্পণ"এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_6419" align="alignleft" width="300"] মোমেনশাহী দর্পণ এর মোড়ক উন্মোচনে অতিথি বৃন্দ[/caption]
রবিবার (১৬মার্চ-২৫) সন্ধ্যায় মেহেরপুর সাহিত্য পরিষদের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর প্রেস ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এ্যাড. আনোয়ার হোসেন সভাপতি ভৈরব সাহিত্য সংগঠন এবং বিশেষ অতিথি ছিলেন- মীর রওশন আলী মনা। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আহমেদের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন- আবুল হাসেম, আবু লায়েছ লাবলু, এসএমএ মান্নান, কবি গোলাম মোস্তফা, সাংবাদিক জি.এফ মামুন লাকী, সাংবাদিক মেহের আমজাদ, ডাঃ মহিবুল ইসলাম, আসাদুল ইসলাম খোকন, কবি নুর হোসেন, কবি লিয়াকত আলী, জসিম মাহমুদ, সাংবাদিক মুহম্মদ মহসীন, শহিদুল ইসলাম কানন, এম. সোহেল রানা, সাংবাদিক রাশেদ, সাংবাদিক মুক্ত প্রমুখ।