 
     মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সংবাদদাতা
০৩/০১/২৫
মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের শোলমারি গ্রামের  ২ নম্বর ওয়ার্ডের জামায়েতের সাধারণ সভা অনুষ্ঠিত  হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ ইমদাদুল হক  আমীর কুতুবপুর ইউনিয়ন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা সোহেল রানা আমীর মেহেরপুর সদর, মাস্টার জাব্বারুল ইসলাম সেক্রেটারি মেহেরপুর সদর।  সাধারণ সভায়  শোলমারী দুই নম্বর ওয়ার্ডের এ  জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্য  বলেন স্বৈরাচার সরকার পতন হয়েছে কিন্তু তার দোসোররা আজও ঘাপটি মেরে আছে দেশের বিভিন্ন অঞ্চলে। তিনি আরো বলেন আমাদেরকে তার মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য প্রয়োজন সমাজে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামে দাওয়াত পৌঁছানোর কাজ করতে হবে। সামাজিক কাজে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে হবে। আল্লাহ এবং তাঁর রসূলের সুমাহান বাণীগুলো মানুষের কাছে বলতে হবে।