মেহেরপুর চিত্র
১৪/০১/২৪
আজ ৩০শে পৌষ ঐতিহাসিক শত বছরের পৌষমেলা। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের ময়ামারী গ্রামের উদ্যোগে পৌষ মেলা বা পৌষ পার্বণ ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এ বছরে ২৯ এ পৌষ, গ্রামব্যাপী পিঠের মেলা, ৩০ পৌষ আয়ুস ধানের মাঠে রান্না করে আত্মীয়দের, বন্ধু বান্ধবীদের দাওয়াত করে খাওয়ানো, এবং সন্ধ্যার পরে আলো চাউলের ভাত আর দেশি মুরগির মাংস দিয়ে ছোট, ছোট বাচ্চাদের খাইয়ে দেওয়া। এই কালচারটা শত বছর ধরে পালন করছে এই গ্রামের সরল সুজা মানুষগুলো। এই কালচারটাকে ধরে রাখার জন্য ওই গ্রামের এক ঝাক তরুণ বয়সের ছেলেরা পৌষ মেলা /পার্বণ পালন করার জন্য আজ দিনব্যাপী কর্মসূচি পালন করছে।