নিজস্ব প্রতিবেদকঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৬২ জন পাস করেছে ১৪৯ জন , পাশের হার ৯১.৯% (এ প্লাস) ১৫ জন গোল্ডেন এ প্লাস পেয়েছ। আমঝুপির মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ , বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এসএসসিতে ভালো ফলাফল করা শিক্ষার্থীরা বিদ্যালয়ের সুনাম অর্জন করায় বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেন- এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। অভিভাবক পক্ষকে আরেকটু সচেতন হতে হবে সন্ধ্যার পরে যেন আপনার সন্তান ঘরের বাহিরে না যায, খেয়াল রাখতে হবে বাহিরের খারাপ ছেলেদের সাথে না মিশে অভিভাবকদের প্রতি তিনি এই কথাগুলো বলেন । আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী সাংবাদিকদের বলেন,করুনার কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা একেবারেই করতে পারিনি যতটুক সময় পাওয়া গেছে আমার শিক্ষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করিয়েছি তিনি বলেন আমার নির্দেশ ছিল ক্লাসেই পড়া তৈরি করে নিতে হবে। আজ সাফল্য আমরা পেয়েছি এই কথাগুলো বলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আহমদ আলী ।