নিজস্ব সংবাদদাতা
২৬/১০/২৫
মেহেরপুর শ্যামপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে আলমপুর জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ এশা আলমপুর গ্রামের জামায়াতের সাধারণ সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর- মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুর রউফ মুকুল,সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম,শ্যামপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিদুল ইসলাম সহ জামায়াতের নেতাকর্মীরা সাধারণ সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করাই অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জামাত।