মুজিবনগর সংবাদদাতা :
১৫/০৮/২৫
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (০৬বিজিবি) অধীনস্থ মুজিবনগর উপজেলার আনন্দবাস বিওপির বিশেষ টহল দল কর্তৃক এডি মোঃ হায়দার আলী নেতৃত্বে আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৯৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাঁসিতলা মাঠ নামক স্থান হতে us ডলার সহ ১ জনকে আটক করেছেন বিজিবি। আটককৃত হলেন মৃত আফসার শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ (৪০), গ্রাম আনন্দবাস, থানা মুজিবনগর, জেলা মেহেরপুর কে আমেরিকান ৫১০০০ ডলার ও বাংলাদেশী ৬১৯৮৫৪০/-সহ আটক করা হয়। ২০০০ হাজার টাকা মুল্যের একটি বাইসাইকেল ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। আসামি মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।