মেহেরপুর জেলা সংবাদদাতা।
২০/০৯/২৪
মেহেরপুর  সদর উপজেলা বারাদী  ইউনিয়নের  বারাদি  বাজারে জামায়াতের উদ্যোগে বিরাট  কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈকাল ৪ টার সময়
বিরাট কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন বারাদী ইউনিয়নের আমীর জনাব মাওলানা আসাদুজ্জামান( আসাদ)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে  আমীর ও মেহেরপুর, মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী  মাওলানা তাজউদ্দীন খান, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী  মাওলানা রুহুল আমিন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার জামায়াতে  সভাপতি মাওলানা সোহেল রানা,
সেক্রেটারি  মাস্টার জাব্বারুল ইসলাম
পৌর আমীর সোহেল রানা( ডলার)  সহ সেক্রেটারি মিয়ারুল ইসলাম সহ  জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাসূল( সা:) এর আদর্শ ও আল্লাহ দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করাই হচ্ছে ঈমানী দায়িত্ব। এই দায়িত্ব থেকে ঈমানদারদের ও মমিন ব্যক্তিদের এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নাই।   বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের আলোর পথে ডাকছে। এই কাফেলাই আপনি শরিক হন।