মেহেরপুর পিরোজপুর ইউনিয়ন পরিষদে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” শীর্ষক কর্মশালা
ভ্রাম্যমান প্রতিনিধি; মোঃ ইউনুস আলী: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯জানুযারি-২৫) সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল এনামুল কবির সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ হোসেন, মোঃ রকিবুল ইসলাম বি.আর.ভিপি, হাসানুজ্জামান প্রকল্প কর্মকর্তা, বৈষম্য বিরোধী নাগরিক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক অংশ গ্রহণ করেন।