মেহেরপুর জেলা বিএনপি'র নবগঠিত কমিটিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের পক্ষে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটিকে মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ফেব্রুয়ারি-২৫) সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরে মেহেরপুর জেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা বিএনপি'র নবগঠিত কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব, এ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন- বিএনপি'র সিনিয়র নেতা আনছার উল হক, আলমগীর খাঁন ছাতু, আঃ রহিম, কাজী মিজান মেননসহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।