মেহেরপুর সংবাদদাতা
১২/০৩/২৫
মেহেরপুর -:চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি বিএ ডিসি ফার্মের সামনে বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় আজ দুপুর২ টা সময় আমঝুপি দক্ষিণপাড়া ইজু মন্ডলের মেজো ছেলে ফাজিল বাক্স (৬৫) আমঝুপি ফার্মের পাশে নিজ জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় মেহেরপুর থেকে আশা দ্রুতগামী মোটরসাইকেল সজরে ধাক্কা মারলে ফাজিল বাক্স স্পটেই নিহত হয়। এলাকার লোকজন ছুটে এসে মোটরসাইকেল আরোহীকে ব্রত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা চলছে । নিহত ফাজিল বক্সর মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে তার স্বজনেরা নিয়ে যায় বলে জানান পুলিশ। এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।