মেহেরপুর সংবাদদাতা
০৭/০৮/২৪
মেহেরপুরে রাজনৈতিক মামলায় জামাত-বিএনপির ৩২ জনের মুক্তি পেয়েছেন জেলা কারাগার থেকে । মেহেরপুর জেলা জামাতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ সাংবাদিকদের বলেন গত কয়দিন আগে অন্যায় ভাবে বিএনপি-জামাতের নেতাকর্মীদের আটক করেন আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র আন্দোলন সর্বাত্মকও সাধারণ মানুষের আন্দোলনের ফলে এ সরকার ক্ষমতা থেকে পালাতে বাধ্য হয়েছে। বর্তমান রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতার আইনে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নির্দেশ প্রদানের কারণে আজ মেহেরপুর জামাত-বিএনপি ৩২ জন নেতাকর্মী মুক্তি লাভ করেছেন বলে জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরন , জেলা জামাতের সেক্রেটারি ইকবাল হোসেন এ সময় জামাত-বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন