মেহেরপুর চিত্র
১৮/০১/২৪
মেহেরপুরে প্রচন্ড শীতে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে খেটে খাওয়া মানুষগুলো ।  শিশু ,বৃদ্ধ, আবাল বনিতা কনকনে শীতে  শীতে মেরে গেছে। ঋতু অনুযায়ী শীতের মাঝামাঝি। এরই মাঝে গত কয়দিন যাবত মেহেরপুরের আকাশে ঘন কুয়াশায় আবৃত হয়ে থাকছে। আজ বৃহস্পতিবার  সকাল থেকে দিনের কোন সময় সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার  গুড়ি গুড়ি বৃষ্টির কারণে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে,  ধীর গতিতে চলাচল করছে । মানুষের পাশাপাশি পশুপাখি ও প্রচন্ড শীতে জবুথবু মেরে গেছে। রাস্তাঘাটে মানুষজন চলেছে কম, বিশেষ করে সন্ধ্যার পরে মানুষজন বিশেষ প্রয়োজন ব্যতীত বাইরে বের  হচ্ছে না । দিনের বিভিন্ন সময়ে মেহেরপুরে বিভিন্ন সড়কের পাশে যেমন আমঝুপিেতে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণ চেষ্টা করছে । আবহাওয়া দপ্তর জানিয়েছেন  আজ রাতে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি ও  হয়েছে । মেহেরপুর জেলায়   সকাল থেকে গুড়ি গুড়ি  বৃষ্টি হচ্ছে।
 মাঘ মাসের ৪ দিন  শীত যেন জেঁকে বসেছে মেহেরপুরের। সরকারিভাবে কিছু কম্বল বিতরণ করলেও  এখনো পর্যন্ত  গরীব অসহায়  মানুষের পাশে কোন দানশীল বা কোন  এনজিও প্রতিষ্ঠান  গরম কাপড় নিয়ে  সহযোগিতার হাত বাড়ায়নি বলে জানান দিনমজুর, খেটে খাওয়া মানুষ গুলো।