মেহেরপুর চিত্র
২৬/১১/২৩
দ্বাদশ জাতীয় সংসদীয় আসনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি হলেন যারা, সংসদীয় আসন ৭৩ -১ মেহেরপুর অধ্যাপক ফরহাদ হোসেন (এমপি ) মেহেরপুর ৭৩ -২ সংসদীয় আসনে গাংনী নতুন মুখ - ডাঃ নাজমুল হক সাগর। নাম না- প্রকাশ করা এক আওয়ামী লীগের নেতা সাংবাদিকদের বলেন এখনো অনেক সময় রয়েছে পরিবর্তন -পরিবর্ধন হতে পারে। সময় বলে দেবে।