
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩জানুয়ারি-২৬) বিকাল ৩টার সময় মেহেরপুর জেলার শহিদ ড. সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির এর সভাপতিত্বে "গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা" অনুষ্ঠিত হয়।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফয়েজ আহমদ তৈয়্যব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী(ঐকমত্য কমিশন)।
এছাড়াও উপস্থিত ছিলেন, ড.শেখ বখতিয়ার উদ্দীন, উপাচার্য, মেহেরপুর বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন, উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, মেহেরপুর। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর। জেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক প্রমূখ।