মেহেরপুরে এসএসসি-৯৭ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরে এসএসসি ব্যাচের ৯৭এর রজতজয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
শুক্রবার(২৩ডিসেম্বর-২২) সকাল সাড়ে ৯টায় সময় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নিজস্ব হল রুমে এসএসসি-৯৭ ব্যাচের উদ্যোগে গরিব ও দুঃস্থদের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_2873" align="alignleft" width="300"] ফ্রি মেডিক্যাল ক্যাম্পের অংশ[/caption]
ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এসএসসি-৯৭ ব্যাচের সভাপতি ডঃ কাজল আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসএসসি-৯৭ ব্যাচের মাহফুজুর রহমান রিটন মেয়র মেহেরপুর পৌরসভা।
[caption id="attachment_2874" align="alignright" width="300"] রোগী সিরিয়ালের কিছু অংশ[/caption]
ডাক্তার আবুল কাশেম, সাংবাদিক ইয়াদুল মোমিন, সাংবাদিক আকতারুজ্জামান, ৯৭ব্যাচের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি, প্রচার সম্পাদক আশিক, হিমু, প্রদীপ, তুহিন, সোহেল রানা, রাজ, মুন্না, এসএসসি-৯৭ এর বন্ধুরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দরিদ্র ও গরিব অসহায় মেয়েদের মাঝে ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়।