মেহেরপুরে আল-হেরা আইডিয়াল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিনিধি:"এসো জ্ঞানের আশায় ফিরে যাও দেশের সেবাই,পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন" এই প্রতিপাদ্যে, মেহেরপুরে আল হেরা আইডিয়াল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_5886" align="alignleft" width="300"] প্রধান অতিথি-মাওলানা মোঃ তাজউদ্দীন খাঁন[/caption]
শুক্রবার (৬ডিসেম্বর-২৪) সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সামনে আব্দুল সালাম পুরাতন ক্লিনিকে অবস্থিত মেহেরপুর আল-হেরা আইডিয়াল মাদ্রাসা অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে। মেহেরপুরে আল হেরা আইডিয়াল মাদ্রাসার পরিচালক ডা: আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, আল-হেরা আইডিয়াল মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ তাজউদ্দীন খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল হেরা আইডিয়াল মাদ্রাসা উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব উল আলম আলহেরা আইডিয়াল মাদ্রাসার উপদেষ্টা ইকবাল হোসাইন।
[caption id="attachment_5887" align="alignright" width="300"] অধ্যক্ষ- মো: সোহেল রানা[/caption]
স্বাগত বক্তব্য রাখেন আল হেরা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোঃসোহেল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম মাস্টার, মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সোহেল রানা ডলার প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ।