খুলনা সাহিত্য একাডেমির সাপ্তাহিক সাহিত্য আসর আলোচনা সভা দুঃস্থদের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: খুলনা সাহিত্য একাডেমির নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর আলোচনা সভা দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি বেতার ব্যক্তিত্ব ও সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত মানুষ কবি ও সংগঠক মোমেনশাহী দর্পণের সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন। সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলামের অনবদ্য উপস্থাপনায় শুক্রবার (১৭জানুয়ারি-২৫) সন্ধ্যায় প্রায় দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে খুলনা সাহিত্য একাডেমির নিয়মিত বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর, আলোচনা সভা, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল ও গরীব দুঃখীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, আধুনিক কবি ও সংগঠক কে.এম সেলিম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, নাগরিক নেতা এস.এম দেলোয়ার, অধ্যক্ষ রফিকুল ইসলাম ডালিম, কবি ও সংগঠক সাইফুর মিনা, কবি ও ছড়াকার আসাদুজ্জামান রানা, কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, কবি ও সংগঠক জি. এম লিটন, কবি ফরহাদ হোসেন চান্দু, কবি এজি রানা, কবি ইব্রাহীম মনির প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, কবি নাজমুল তারেক তুষার, কবি কাওসারী জাহান মঞ্জু, কবি দিলরুবা ইয়াসমিন কলি, রফিকুল হাসান মুন্না, কণ্ঠশিল্পী মাসুদ মঈন, কবি নাফিছা ইসলাম, মনজুরুল ইসলাম, মোঃ জাবেদ, আরমান অপু, রফিকুল ইসলাম, রকিবুল ইসলাম, খোকন, সজল, শামীম, ফারুক মোল্লা, মিলন খলিফা, মুকুল, শিমুল, তাহমিদ প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ রফিকুল ইসলাম ডালিম। অনুষ্ঠানের শেষে প্রায় শতাধিক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।