
কালাচাঁদপুর মাঠে তীব্র শীতে ধানের চারা নষ্টের ফলে চাষিদের চারা সংকটের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক/এম. সোহেল রানা: কালাচাঁদপুরের মাঠে ধানের চারার বীজ তলায় বৈরী আবহাওয়া ও তীব্র শীতে সূর্যের আলো না পাওয়ায় চারা নষ্টের ফলে চলতি মৌসুমে জমিতে ধান লাগাতে চারা সংকটের আশঙ্কায় ভুগছে চাষিরা। এই বছরে যাদের চারা ভালো আছে বিগত বছরের তুলনায় নিজের জমিতে ধানের চারা লাগিয়ে অবশিষ্ট থাকবেকিনা সন্দেহ রয়েছে। ধানের চারা পাওয়া গেলেও অধিক দামে কিনতে হবে বলে মনে করছে স্থানীয় চাষিরা।
[caption id="attachment_7466" align="alignleft" width="300"]
ক্ষতিগ্রস্থ বীজতলা একাংশ[/caption]
শনিবার (১০জানুয়ারি-২০২৬) মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের মাঠে ধানের বীজ তলা বা ধানের বীজ বপনের বেডে ধানের বীজ বপন করলেও চারা তৈরি হইলেও চলতি বছরে তীব্র শীত আর ঘন কুয়াশায় হিম-শীতল বৈরী আবহাওয়া হওয়ার কারণে চারার মাথা পুঁড়ে এক পর্যায়ে বসে যায় এবং চারা নষ্ট হয়ে যায়।
[caption id="attachment_7467" align="alignright" width="300"]
ক্ষতিগ্রস্থ ধানের বীজতলা[/caption]
সরেজমিনে গিয়ে দেখা যায়- ধানের বীজতলা খুব বেশি পরিমানে চারা নষ্ট বা তীব্র শীতে কুয়াশায় পুঁড়ে যায় কালাচাঁদপুরের জিয়ালার বিল ও সোনামারা মাঠে। চাষীদের মধ্যে বীজতলায় খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমানুল ইসলাম, আয়ূব আলী, দবিরউদ্দিন, সাদ্দাম হোসেন, খলিলুর রহমান, হাফিজুল ইসলাম, আনারুল ইসলাম, ফারুক হোসেন, আলালউদ্দীনসহ আরোও অনেকের। ক্ষতিগ্রস্থ চাষীরা জানায়, তীব্র শীতের কারণে ঠাণ্ডা সহ্য করতে না পেরে ধানের চারা সাদা আকার ধারণ করে পরে কালো হয়ে পুঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কোন প্রকার সার বা কীটনাশক ব্যবহার করেও চারা নষ্ট বা মাথা পুঁড়ে যাওয়া ঠেকানো সম্ভব হচ্ছে না। তাই ধানের চারা নষ্ট হয়ে যাবার ফলে জমিতে ধান লাগাতে না পারলে পারিবারিকভাবে ঘরে খাদ্য না থাকলে আমরা খাদ্য চাহিদা পূরণে সংসার চালাতে হিমশিম খেতে হবে বলে অনেকে মনে করেন।