আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মেহেরপুর চিত্র: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭আগষ্ট-২৩) সকাল ১১টার সময় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_4277" align="alignleft" width="300"] অতিথি বৃন্দের একাংশ[/caption]
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আহমদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্যারেন্টস টিচার্স এসোসিয়েশন (পিটিএ) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)'র সদস্য আবু আবিদ (টুটুল), শামসুজ্জামান (শিশির)।
[caption id="attachment_4278" align="alignright" width="300"] অভিভাবকদের একাংশ[/caption]
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আকতারুজ্জামান, মশিউর রহমান (ডাবলু), সহকারী প্রধান শিক্ষক হাসান মাহমুদ (পরাগ), আনারুল ইসলাম, শরিফুল ইসলাম (শরিফ), মোহাম্মদ আলী রেজা, মোহাম্মদ রানা, মোঃ আতিকুর রহমান, মোছাঃ লিমা, মোছাঃ আসমা খাতুন, মোছাঃ সেলিনা পারভীন (তন্দ্রা), অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক মোহাম্মদ রাসেল আহমেদ এ সময় অভিভাবকদের সাথে শিক্ষকগণ মতবিনিময় করেন, কিভাবে শিক্ষার মান উন্নয়ন আরোও বাড়ানো যায় সে ব্যাপারে সমন্বয়ের মাধ্যমে আলোচনা করেন।