মেহেরপুর চিত্র: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী হুজুর ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ রাত ৮,৪০ মিনিটের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানান বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা জামান তিনি প্রথম আলোকে সাঈদীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীর সহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সাঈদী সাহেব । পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।